ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশিত: ০০:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ’এর সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ ফজলে ফাহিম, সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে আমরা ভিশন টোয়েন্টি টোয়েন্টি-ওয়ান অর্জনে সক্ষম হয়েছি। ফলে জাতিসংঘ নির্দিষ্ট সময়ের আগেই আমাদের মধ্যমা আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে। আজ শনিবার গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্ক-সংলগ্ন মাঠে গোপালগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ অনুষ্ঠানে এফবিসিসিআই ’এর শীর্ষ নেতা আরও বলেন, আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। আগামী ২০৪১ সালে আমাদের উন্নত দেশের কাতারে পৌঁছাতে হবে। আর সে লক্ষ্যে যেতে দেশের সকল ব্যবসায়ী সংগঠনকে সোনার বাংলার শেকড়ে গড়া এ চেতনায় উদ্বুদ্ধ করে নীতি নির্ধারণী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে। যা’তে ২০৩০ সালে আমরা জাতিসংঘ ঘোষিত এসডিজি (সাসটেইনেবল ডেভলভমেন্ট গোল) অর্জন করতে পারি। তাহলে ২০৪১ সালের আগেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হব। গোপালগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজী জীন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র পরিচালক রেজাউল করিম রেজলু, সিআইপি, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। অনুষ্ঠানে চেম্বার অব কমার্স, উইমেন চেম্বার, ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×