ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশ গভীর সংকটে : মান্না

প্রকাশিত: ০০:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৮

দেশ গভীর সংকটে : মান্না

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশের সকল বিরোধী রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক, যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ড. কামাল হোসেনের ডাকা নাগরিক সমাবেশে এ দাবি জানান তিনি। মান্না বলেন, ‘খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সবার মুক্তি দাবি করছি। এ মুক্তি দিতে হবে। যদি কেউ মনে করেন জোর করে লাঠি দিয়ে, পুলিশ দিয়ে বন্ধ করবেন, তাহলে এত জোরে কথা বলবো কেউ টিকবে না।’ এ সময় মান্না সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশ গভীর সংকটে। গতকাল সারাদেশে সাড়ে তিন হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।’ সবাই যাতে নির্বাচন করতে পারেন এমন নির্বাচন ব্যবস্থার আহ্বান জানান মান্না। ইতোমধ্যে সমাবেশে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অংশ নিয়েছেন। গণতান্ত্রিক বাম জোটের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও উপস্থিত হয়েছেন। নাগরিক সমাবেশে বিএনপির নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। সমাবেশে প্রায় প্রত্যেক বক্তার বক্তব্যের শুরু এবং শেষে স্লোগানে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হচ্ছে।
×