ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দু-দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন : ভারতীয় হাই কমিশনার

প্রকাশিত: ০১:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৮

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দু-দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন : ভারতীয় হাই কমিশনার

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দু’দেশের সম্পর্ক একটি শক্ত ভিতের উপর স্থান করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু-দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধনা দত্ত নামে একটি একাডেমি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমলি, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, আউটশাহী ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঢালী, প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক স্বপন প্রমুখ। সাধনা দত্ত একাডেমি ভবন নির্মাণে ৭০ লাখ টাকা দিয়েছে ভারতীয় সরকার। ঝুমা দত্তের পৈত্রিক বাড়ি ছিল শিলিমপুর গ্রামের দত্ত বাড়িতে। সাধনা দত্ত ঝুমা দত্তের মা। ঝুমা দত্ত ভারতীয় নাগরিক। তিনিও এসেছেন রাষ্ট্রদূতের সঙ্গে।
×