ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্রহ্মপুত্র নদে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবিতে আপন ভাইবোন সহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৮

ব্রহ্মপুত্র নদে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবিতে আপন ভাইবোন সহ ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ শনিবার দুপুরে ভৈরবের ব্রক্ষপুত্র নদের নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সামনে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবিতে আপন ভাইবোন সহ ৩জনের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন আহদের ৫জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো- নীলা আক্তার ইতি (১৭), সামিয়া (১২) ও তামিম (৭)। নিহতদের গ্রামের বাড়ি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংগুয়া গ্রামে। আহত রহমান (১৯), আনোয়ারের (২০) বাড়ি বেলাবো উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। আহত সালমা (১৩) বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে। নিহতদের মধ্যে সামিয়া ও তামিম আপন ভাইবোন। নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতরা ইব্রহামিপুর গ্রামের আনোয়ারের বাড়িতে বেড়াতে আসলে আজ শনিবার বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র নদে ৮জন শিশু-কিশোর মিলে শাপলা তুলার উদ্দেশ্যে একটি ডিঙ্গি নৌকায় উঠে কিছুদূর যাওয়ার পর নৌকাটি হেলে গেলে নদীতে ডুবে যায়। এরই মধ্যে ৫জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ইতি, সামিয়া ও তামিম নামে ৩ শিশু-কিশোরীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নাজমুল করিম জানান, নৌকা ডুবির ঘটনায় রোগীর স্বজনরা ৫জনকে এ হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ৩জন মারা যায়।
×