ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অযুহাত বাদ দিয়ে নির্বাচনে অংশ নিন : নৌপরিবহন মন্ত্রী

প্রকাশিত: ০৩:২২, ২২ সেপ্টেম্বর ২০১৮

অযুহাত বাদ দিয়ে নির্বাচনে অংশ নিন  : নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিএনপি’র প্রতি আহবান জানিয়ে বলেছেন- অযুহাত দেখিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বাদ দিয়ে নির্বাচনে অংশ নিন। আগামী নির্বাচনে যারা অংশ নেবে তাদের নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকালে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের হলরুমে উন্নয়ন ও গতিশীলতা আনতে উপদেষ্ঠা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী দেশের অন্যতম স্থলবন্দর বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন করার নানা উদ্যোগের কথা জানান। বন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনতে উপদেষ্ঠা কমিটির সভায় আরো বক্তব্য রাখেন- প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন, ইসরাফিল আলম এমপি, স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবতি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার রশিদুল ইসলাম ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। মন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধী জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের যে, স্বপ্ন বিএনপি দেখছে তা বাংলার মানুষ কোন দিন বাস্তবায়ন করতে দিবে না।
×