ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবা দিয়ে কৃষককে ফাঁসানোর চেষ্টা, দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ০৩:৩৭, ২২ সেপ্টেম্বর ২০১৮

ইয়াবা দিয়ে কৃষককে ফাঁসানোর চেষ্টা, দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ টাকা আদায়ের জন্য রফিকুল ইসলাম নামে এক কৃষকের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের দুই কর্মকর্তার (এসআই) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার চতরাহাট ইউনিয়নের রেজওয়ানের মোড়ে দেহ তল্লাশীর নামে কৃষক রফিকুল ইসলামের পকেটে ৫ পিস ইয়াবা রেখে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে দুই এসআইস্বপন কুমার ও জাহাঙ্গীর । বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকশ মানুষ এসআই স্বপন কুমার ও জাহাঙ্গীরকে গণধোলাই দিয়ে চতরা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শামীম জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই দুই এসআই মোটরসাইকেলে করে চতরাহাটের রেজওয়ানের মোড়ে যান। সেখানে কাঠালপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক রফিকুল ইসলামের (৪৪) দেহ তল্লাশি করতে থাকেন। এক পর্যায়ে রফিকুলের শার্টের পকেটে পাঁচটি ইয়াবা দিয়ে গ্রেপ্তারের চেষ্টা করেন দুই এসআই। বিষয়টি দেখার পর স্থানীয়রা এসআই স্বপন ও জাহাঙ্গীরকে ধরে বেদম পিটুনি দেন। পরে খবর পেয়ে তিনি (ইউপি চেয়ারম্যান) ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। এরপর শতশত লোক ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে রাখে। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে দুই এসআইকে বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয় বলেও জানান ইউপি চেয়ারম্যান। দুই এসআইকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
×