ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ৪ কোটি টাকার মোবাইল ও ঘড়ি আটক

প্রকাশিত: ০৩:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

শাহজালালে ৪ কোটি টাকার মোবাইল ও ঘড়ি আটক

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযানে চার কোটি টাকার মোবাইল ফোনসেট ও স্মার্ট ওয়াচসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭০০টি সাওমি (এমআই) মোবাইল ফোনসেট, ২২০ পিস স্মার্ট ওয়াচ ও অন্যান্য পণ্য। শনিবার দুপুরে ব্যাংকক থেকে আসা বিমান থেকে পণ্যগুলো জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, দুপুরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আগত ফ্লাইট নং টিজি-৩২১ বিমানবন্দরে অবতরণের পর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক একটি ইউনিট সেখানে অবস্থান নেয়। মিথ্যা ঘোষণায় খন্দকার ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে আমদানিকৃত চালানটি আটক করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে ৫৪টি কার্টুন খুলে মোবাইল ফোনসেট, স্মার্ট ওয়াচ ও পণ্য পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
×