ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

সরীসৃপের সঙ্গে বসবাস ফ্রান্সের পশ্চিমাঞ্চলে লরি নদীর তীরে অবস্থিত একটি বাড়িতে ঢুকলেই চোখ ছানাবড়া হওয়ার অবস্থা। অদ্ভুত সব কা-কারখানা চলছে সেখানে। একটি বিষধর গোখরা সাপ ঘরের কফি টেবিলের ওপর দিব্যি বসবাস করছে, ৫০ কেজির একটি কচ্ছপ বাড়ির বাগানে ঘোরাফেরা করছে, একটি ৭ ফুট লম্বা কুমির তার মালিকের বিছানায় রীতিমতো ঘুমাচ্ছে এবং আরেকটি ঘরের দরজায় পাহারা দিচ্ছে। দুই দশকেরও বেশি সময় ৬৭ বছর বয়সী সরীসৃপ প্রেমী ফিলিপি গিলেট চারশরও বেশি ভয়ঙ্কর সব প্রাণী বাড়িতে জড়ো করেছেন। এর মধ্যে র‌্যাটেলস্তেক, বিষাক্ত মাকড়সা এবং গিরিগিটিও রয়েছে। তিনি বলেন, রোডসো’র জন্য এসব প্রাণী রাখার ও পরিবহনের জন্য প্রয়োজনীয় অনুমতি তার রয়েছে যেটা তিনি সরীসৃপদের সম্পর্কে সচেতনতা বাড়াতে থাকেন। তিনি জোর দিয়ে বলেন তার এসব কর্মকা-ে প্রতিবেশিরা বিরক্ত হন না। -ইয়াহু নিউজ ক্লান্তি তাড়াতে স্লিপ পড ক্লান্ত লন্ডনবাসীর আর চিন্তা নেই । ব্যস্তসূচী থেকে একটু বিশ্রাম পেতে চাওয়া লোকজনের জন্য এবার কফি খাওয়ার বিরতিতে কিছুটা ঘুমিয়ে নেয়ার ফুসরত এসেছে। জাপানের ক্যাপসুল হোটেলগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়ে পপ এ্যান্ড রেস্ট লন্ডনের শোরডিস এলাকায় চারটি স্লিপ পডস চালু করছে। এগুলো এমন ঘর যেখানে আরাম নিতে আছে অন্ধকার দেয়াল ও সুগন্ধির সুবাস। প্রত্যেক ক্রেতাকে দেয়া হবে এয়ার প্লাগ ও আই মাস্ক। ওই পডে এক ঘণ্টা ঘুমানোর জন্য প্রত্যেককে দিতে হবে ১৫ পাউন্ড (২০ মার্কিন ডলার)। ২৮ বছর বয়সী মাউরিসিয়াও বলেন, লন্ডনবাসীর অস্থির জীবনপ্রণালী ও দীর্ঘ কর্ম ঘণ্টার বিষয়টি পর্যবেক্ষণ করার পর তিনি ও তার পপ এ্যান্ড রেস্ট-এর সহপ্রতিষ্ঠাতা ইয়োনান ডেমন্ট স্লিপ পডের ধারণাটি উদ্ভাবন করেন। -ইয়াহু নিউজ
×