ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান চুরির চেষ্টা

প্রকাশিত: ০৩:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বিমান চুরির চেষ্টা

ছোটখাটো কোন কিছু নয়, একেবারে বিমান চুরি করতে গিয়েছিলেন ২২ বছরের এক ছাত্র। কিন্তু বিমানটিকে নড়াতে পারেননি এক ইঞ্চিও। ধরা পড়েন হাতেনাতে। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। বৃহস্পতিবার নিশল সঙ্কট নামের ওই ছাত্রের বিরুদ্ধে ‘এয়ারবাস ৩২১’ চুরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি’র এভিয়েশন ম্যানেজমেন্টের খ-কালীন ছাত্র নিশলের রয়েছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স। যদিও বিমান চালনায় পোক্ত হয়ে ওঠেননি তিনি-ওয়েবসাইট প্রতিকৃতি বিক্রি বন্ধে অভিযান ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ। অনুমোদনহীনভাবে প্রতিকৃতি প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্রিমিনাল গ্যাং আখ্যা দেয়া হয়েছে। চীনে তৈরি এসব প্রতিকৃতি পর্যটকদের কাছে বিক্রির জন্য অনেক ক্ষেত্রেই অবৈধ অভিবাসীদের ব্যবহার করা হতো। অভিযানে বিপুল পরিমাণে আইফেল টাওয়ারের অনুমোদনহীন প্রতিকৃতি উদ্ধার করা হয়েছে, যাদের মোট ওজন ২০ টন -ইয়াহু নিউজ
×