ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কর্মীদের মধ্যে সংঘর্ষ,আহত ১৫

প্রকাশিত: ০৪:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

দাউদকান্দিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কর্মীদের মধ্যে সংঘর্ষ,আহত ১৫

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ আয়োজিত চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক সফর উপলক্ষে এক পথসভার আয়োজন করে। কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জনসভাস্থলে আসার আগে আজ শনিবার সকাল ৯ টায় পথসভার জনসভাস্থলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত মিছিল ও জনসভাস্থলের সামনের সাড়ির জায়গা দখল নিয়ে নেতা-কর্মীদের মধ্যে সংর্ঘষ বাধে। নেতা-কর্মীরা এ সময় চেয়ার ভাংচুর করে।এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।মুহুর্তে জনসভাস্থল ফাঁকা হয়ে যায়।এ ঘটনায় ১৫জন নেতাকর্মী আহত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে ব্যক্তিগত মিছিল-স্লোগান বন্ধ করে শুধু নৌকার স্লোগান নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে থাকে। পথসভাকে কেন্দ্র করে জনসভাস্থল ও আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে জেলা পুলিশ। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর প্রমূখ।
×