ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে ঝড় ॥ ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৪:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ঝিনাইদহে ঝড় ॥ ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ সেপ্টেম্বর ॥ ঝিনাইদহে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার মধ্যরাতে এই ঝড়-বৃষ্টির ঘটনা ঘটে। আধাঘণ্টা সময়ের এই ঝড়ে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামের চেঙাগাড়ির মাঠের সমস্ত কলাগাছ ভেঙ্গে ল-ভ- হয়ে গেছে। খবর পেয়ে সদর উপজেলার দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১২টার পর হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। বজ্রপাতও হয়। এতে কোন বাড়ি-ঘরের ক্ষতি হয়নি। শুধু একটা মাঠের সমস্ত কলাগাছ ভেঙে চুরমার হয়ে গেছে। ভেঙ্গে যাওয়া কলা গাছের পরিমাণ ২০-২৫ বিঘা বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত চাষী জুমার আলী জানান, তার বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের শিবনগর গ্রামে। তিনি গ্রামের ম-ল পাড়ার পাগলচাঁদ ম-লের ছেলে। পাশেই সদর উপজেলার চোরকোল গ্রামের চেঙারগাড়ি মাঠে বিঘাপ্রতি ১০ হাজার টাকা হারে ১৪ বিঘা জমি লিজ নিয়ে কৃষি বিভাগের পরামর্শে কলার আবাদ করেছেন। গাছের যতেœ সার শ্রমিকসহ প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়ে গেছে। গাছগুলোতে কাঁদি বের হচ্ছে। আবার কোনটার দানা বাঁধতে শুরু করেছে। ঠিক এমন সময় ঝড়ে আমার চরম ক্ষতি হয়ে গেল। বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২২ সেপ্টেম্বর ॥ দৌলতপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিন্টু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুত সংযোগ দিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রিন্টুর মৃত্যু হয়। সে পিপুলবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
×