ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এইউবিতে জাতীয় অধ্যাপকদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এইউবিতে জাতীয় অধ্যাপকদের সংবর্ধনা

জাতীয় অধ্যাপকের সম্মানে ভূষিত হওয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) পক্ষ থেকে ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক। অধ্যাপক ড. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এই ইউনিভার্সিটিতে আমি আগে আসিনি। এখানে এসে এই ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমি এশিয়ান ইউনিভার্সিটিকে আপন মনে করি। এই ইউনিভার্সিটি আমাদের জাতীয় চেতনাকে ধারণ ও লালন করে। এর কর্মকা-ে আমি মুগ্ধ ও সন্তুষ্ট। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা স্বল্প খরচে মানসম্মত শিক্ষাদানের চেষ্টা করে যাচ্ছি। এখানে শুধু বাজার চাহিদার বিষয়ে সীমাবদ্ধ না রেখে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা দেয়া হয়। যাতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়। উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম। আরও বক্তৃতা করেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক। উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব সালেহা সাদেক, ট্রেজারার এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। -বিজ্ঞপ্তি
×