ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দূষণের প্রতিবাদে নৌ-অভিযাত্রা

প্রকাশিত: ০৪:০৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

দূষণের প্রতিবাদে নৌ-অভিযাত্রা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নওয়াপাড়ার ভৈরব নদ দূষণ ও দখলের প্রতিবাদে এবং পরিবেশ রক্ষার প্রত্যয়ে নৌ অভিযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে নদের দুই তীরবাসীকে সচেতন করার জন্য মাইকে প্রচার করা হয়। এ সময় বক্তব্য রাখেন, পরিচ্ছন্ন ও নিরাপদ নওয়াপাড়া গড়ির আয়োজক উদীচী শিল্পী গোষ্ঠী অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক ও বিভার নির্বাহী পরিচালক অধ্যাপক সুকুমার ঘোষ, খুলনার বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার আতাহার হোসেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাসুদ পারভেজ, নওয়াপাড়া পৌর কাউন্সিলর শিরিণা আক্তার প্রমুখ। নৌকাবাইচ প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দুপুরে লক্ষিকু-ার পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি লক্ষিকু-া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষিকু-া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় আওয়ামী লীগ নেতা নায়েব আলী বিশ্বাস, মকলেছুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব সাব্বির আহমেদ, এডিসি শাহিদ হক, ইউএনও আলমামুন, এসিল্যান্ড জুবায়ের হোসেন, ওসি আজিম উদ্দিন, ও সাংবাদিক তৌহিদ আক্তারপান্নাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে পদ্মা নদীর দুকূল ছাপিয়ে হাজার হাজার দর্শক নৌকাবাইচ খেলা উপভোগ করেন। বঙ্গবন্ধু এক্সপ্রেস ফাইটার, সোনার তরী, ময়ুরপক্সক্ষী বিভিন্ন নামে এ রকম ৮টি নৌকা নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×