ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে হবে : মন্ত্রী পরিষদ সচিব

প্রকাশিত: ০৪:০৪, ২২ সেপ্টেম্বর ২০১৮

তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে হবে : মন্ত্রী পরিষদ সচিব

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম বলেছেন, তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশের ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। বিশ^বিদ্যালয়গুলোতে এখন শিক্ষিত বেকার তৈরী হচ্ছে। অথচ কারিগরি দক্ষতা থাকলে কেউ বেকার থাকবে না। রামুতে প্রতিষ্ঠিত শহীদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিনারী একাডেমি এ ধরনের বেকারত্ব দূর করে একটি যুগোপযোগি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। অনেকে কারিগরি কাজে অভিজ্ঞ হলেও সনদ না থাকায় দেশে-বিদেশে কর্মস্থলে খুবই কম বেতন পান। কিন্তু গারিগরি কাজের সনদপত্র থাকলে তারা অনেক বেশী বেতন পাবে। এজন্য দক্ষ শ্রমিক তৈরী করার বিকল্প নেই। শনিবার রামু খুনিয়াপালং বলিপাড়ায় শহীদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিনারী একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মো: লুৎফুর রহমান, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ ও হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান শাহ আলম প্রমূখ। উল্লেখ্য জেলার কৃতি সন্তান মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলমের বড় ভাই এটিএম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ এটিএম জাফর আলমের ম্মৃতিকে অম্লান করতেই তাঁর নামে এ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। ১৫৪ একর জমির উপর প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে জানা গেছে।
×