ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর আদমজী ইপিজেডের সোয়াদ ফ্যাশন গার্মেন্টেস কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ৫ ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এ সড়কের যাত্রীরা চরম দুর্ভোগে পোহাতে বাধ্য হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে, সোয়াদ ফ্যাশন গার্মেন্টস কারখানাটি রুগ্ন হয়ে পড়ার কারণে আগের মালিক কারখানাটি গাজীপুরের সিনসিন গ্রুপের কাছে হস্তান্তর করে দেয়। কারাখানার শ্রমিকদের কোন প্রকার নোটিস না দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে নোটিস টানিয়ে দেয়া হয়। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। পরে কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা নারায়ণগঞ্জ-আদমজী ইডিজেড-ডেমরা সড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তারা সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে আগামী মাসের ২২ অক্টোবর বকেয়া বেতন পাওনা পরিশোধ করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করা হলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। সড়ক অবরোধের কারণে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ৫ ঘণ্টাব্যাপী এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রমিক ইয়ামিন, সোহেল, আরিফ, সুবজ ও শাহনাজ জানান, কোন নোটিস না দিয়ে এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ ঘোষণা করে। শিল্পাঞ্চল পুলিশ-৪ নারায়ণগঞ্জ এর পরিচালক পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, কারখানাটি রুগ্ন হয়ে পড়ার কারণে গাজীপুরের সিনসিন গ্রুপের কাছে কারখানাটি হস্তান্তর করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিস ঝুলিয়ে দেয়। শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে শ্রমিকরা বন্ধ দেখতে পান। পরে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে এবং বকেয়া পাওনার দাবিতে সড়ক অবরোধ করে।
×