ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় সেতুতে ধস

লালমনিরহাট-সান্তাহার ট্রেন চলাচল সাময়িক বন্ধ

প্রকাশিত: ০৪:১৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

লালমনিরহাট-সান্তাহার ট্রেন চলাচল সাময়িক বন্ধ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার সকাল থেকে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এইদিন সকালে সোনাতলার চকচকি রেল সেতুর দুইটি পিলারে ধস নামায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলের লালমিনিরহাট বিভাগের আওতায় এই রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর মেরামত কাজ জরুরী ভিত্তিতে শুরু হয়েছে। বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, সকালে যে দুইটি ট্রেন বগুড়া অতিক্রম করে তা সেতুর কাছের স্টেশনে আটকা পড়ে আছে। সকালের একটি এক্সপ্রেস ও একটি মেল ট্রেন আটকা পড়েছে ভেলুরপাড়া স্টেশনে। সকালের সান্তাহারগামী আপ ট্রেনটি আটকা পড়েছে সোনাতলা রেলস্টেশনে। এই দুই রেলস্টেশনের মাঝামাঝি স্থানে চকচকি রেল সেতু। রেল বিভাগ জানিয়েছে, সান্তাহার-লালমনিরহাট রুটে বগুড়ার ওপর দিয়ে আপ ও ডাউনের ১৬টি যাত্রীবাহী এক্সপ্রেস, মেল, লোকাল ট্রেন চলাচল করে। এ ছাড়াও কয়েকটি মালবাহী ট্রেন চলে। এর মধ্যে রংপুর-ঢাকা-রংপুর ও লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাটের আন্তঃনগর লালমনি ও রংপুর এক্সপ্রেসের দুইটি ট্রেন আপ ও ডাউনে ৪ বার চলাচল করে। চকচকি ব্রিজ ধসে পড়ায় ওই ১৬টি ট্রেন শনিবার গন্তব্যে পৌঁছাতে ব্রিজ মেরামত সাপেক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা বিলম্ব হচ্ছে। বিকেল পর্যন্ত কয়েকটি ট্রেন বড় স্টেশনগুলোতে (যে স্টেশনে রেল লাইন বেশি) আটকা পড়ে আছে। আটকে পড়া ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যারা ওইসব ট্রেনে নিজেদের গন্তব্যে যাওয়ার যাত্রী তাদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। রেল বিভাগ জানিয়েছে, চকচকি রেল ব্রিজটি সাময়িক মেরামতের পর অতি ধীরগতিতে ট্রেন পারপাপার করা হবে। এ জন্য ওই ব্রিজে সার্বক্ষণিক দুইজন পয়েন্টসম্যান থাকবে। এই অবস্থা কিছুদিন থাকার পর ব্রিজটির পিলার নতুন করে নির্মিত হবে।
×