ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা তাপ বিদ্যুতকেন্দ্রের বাইরে ওয়ার্কার শেডে সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৮

পায়রা তাপ বিদ্যুতকেন্দ্রের বাইরে ওয়ার্কার শেডে সন্ত্রাসী হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুতকেন্দ্রে কর্মরত নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ওয়ার্কার শেডে থাকা শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার শেষ বিকেলে বিদ্যুতপ্লান্টের বাইরে চরনিশানবাড়িয়া গ্রামে বেড়িবাঁধের বাইরের শেডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জেবা, আল-মামুন ও পৌসী ট্রেডার্সের নিয়ন্ত্রনাধীন ওয়ার্কার মোঃ শামীম, মমিন, সবুজ, রাজন ও দেলোয়ার আহত হয়েছে। আহতদের অভিযোগ সেখানকার বাসীন্দা শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এসময় শ্রমিকদের ব্যবহারের মালামাল তছনছ করে বাইরে ফেলে দেয়া হয়। এসব শ্রমিকরা রয়েছেন নিরাপত্তাহীন। শাহাবুদ্দিন তালুকদার জানান, তিনি এসবের সঙ্গে জড়িত নন। সব মিথ্যা। তিনি পাল্টা অভিযোগ করে জানান, সরকারের টাকায় নির্মিত শেড দখল করে ভাড়া আদায় করছে। ওইসব কথিত কোম্পানির লোকজন ব্যবসা করছে। যা এলাকার লোকজন প্রতিবাদ করেছে। টোটাল ঘটনাটি একটি নাটক। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলী আহমেদ জানান, ওইখানে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রথমে পুলিশের জন্য শেড করা হয়েছিল। পুলিশের জন্য প্লান্ট অভ্যন্তরে ভবন করার পর শেডটি নির্মানাধীন বিদ্যুত প্লান্টের ওয়ার্কাররা থাকছেন। এনিয়ে দুই গ্রুপের বাগবিতন্ডার খবর পেয়েছেন। তবে আলী আহম্মেদ আরও জানান ওই জায়গা কারও নয়।
×