ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৪:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

যশোরে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরতলীর শংকরপুর বাবলাতলা হ্যাচারি এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ শহিদুল ইসলাম তপন (৪৫) ওরফে ট্যারা তপন নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশের দাবি, মাদক বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়েছে। নিহত তপন শহরের রায়পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, শুক্রবার রাত ৩টার দিকে কোতোয়ালি থানা পুলিশ খবর পায় শহরতলীর শংকরপুর বাবলাতলা হ্যাচারি এলাকায় গোলাগুলি চলছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে মাদক বিক্রেতা ট্যারা তপন বলে শনাক্ত করে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তপনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি তপনকে গত বৃহস্পতিবার যশোর কোতোয়ালি পুলিশ আটক। এরপর শুক্রবার তার স্ত্রীকে ৫০০ ইয়াবা দিয়ে পুলিশ আদালতে চালান দেয়। রাতে পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজারে আসামি স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, অপরাধ জগতের ডন, খুন, অপহরণসহ বহু মামলার আসামি আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার বলি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার রাতে বান্দরবানের বাইশারীতে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন, ওরফে আনাইয়া ওরফে আনোয়ার বলি (৪০) কক্সবাজার জেলার মহেশখালীর মৃত আবু ছৈয়দের পুত্র। শনিবার ভোরে ২টি দেশীয়অস্ত্রসহ তার মরদেহ বান্দরবানের উত্তর বাইশারী পুরাতন ব্রিকফিল্ড এলাকা থেকে উদ্ধার করা হয় বলে মহেশখালী থানা সূত্রে জানা গেছে।
×