ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৪:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক কসমেটিক ব্যবসায়ী শনিবার দুপুরে মারা গেছে। নিহতের নাম রাজিব হোসেন (৩০)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্দান গ্রামের আলী আকবরের ছেলে। বাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল ভ’ইয়া জানান, গাজীপুর শহর জয়দেবপুর বাজার এলাকার তানভীর প্লাজায় কসমেটিকের ব্যাবসা করতেন রাজিব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠাণ থেকে ব্যাটারি চালিত অটোরিক্সায় চড়ে বাড়ি ফিরছিলেন। পথে বাঙ্গালগাছের বাঁশবাজার এলাকায় গিয়ে অটোরিক্সার চালক হারিয়ে ফেলে। এসময় অটোরিক্সাটি যাত্রীসহ ওই বাঁশবাজার এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পিছনে বাঁশের ভিতরে ঢুকে পড়ে। এতে একটি বাঁশের সরু অংশ রাজিবের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে স্থানীয়রা করাত দিয়ে বাঁশ কেটে রাজিবকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে রাজিব মারা যায়।
×