ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত ধারাবাহিক ‘সোনাভান’ ৫০ পর্বে

প্রকাশিত: ০৪:২১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বগুড়ার আঞ্চলিক ভাষায় নির্মিত ধারাবাহিক ‘সোনাভান’ ৫০ পর্বে

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার প্রথম আঞ্চলিক ভাষায় মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘সোনাভান’ সফলভাবে ৫০তম পর্ব প্রচার হওয়ায় গত ১০ সেপ্টেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটকের ৫০তম প্রচার উদ্যাপন উৎসব পালন করা হয়। বগুড়া থিয়েটারেরসহ সভাপতি এ্যাডভোকেট পলাশ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন নাটকের নির্বাহী প্রযোজক জুয়েল খান, পরিচালক এস এম শাহীন, নাটকটির রচয়িতা এবং বগুড়া থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার তৌফিক হাসান ময়না, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দীকী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান, মাটিডালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া, সংস্কৃতিজন জিয়াউল হক বাবলা, সাদেকুর রহমান সুজন, খলিলুর রহমান চৌধুরী, অভিনেতা রুবোল লোদী প্রমুখ। অনুষ্ঠানে ‘সোনাভান’ নাটকের ৫০তম পর্বটি প্রদর্শন করা হয়। আলোচনা সভার পরে নাটকের বগুড়ার অভিনয় শিল্পীদের পরিচয় করানো হয়। এ সময় অভিনেতারা তাদের অনুভূতি প্রকাশ করেন। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। নাটকের প্রারম্ভিক গান গেয়ে শোনান কলেজ থিয়েটারের কর্মী জুঁই। নৃত্য পরিবেশন করেন সেঁজুতি। প্রতি সপ্তাহের রবিবার ও সোমবার রাত সাড়ে ১১টায় প্রচার হচ্ছে ‘সোনাভান’। ১৯৯০ সালে বগুড়া থিয়েটার মঞ্চে আনে নাটক ‘সোনাভানের পালা’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন তৌফিক হাসান ময়না। সাড়া জাগানো সেই গল্পকেই ধারাবাহিকে রূপান্তর করে নাম রাখা হয়েছে ‘সোনাভান’। তৌফিক হাসান ময়নার মূল গল্প ভাবনায় নাটকটির কাহিনী বিন্যাস ও সংলাপ কাজী সুস্মিন আফসানা, পরিচালনা করেছেন এসএম শাহীন ও শহীদ মিঠু। এখন নাটকটি তৎকালীন বগুড়ার নন্দী গ্রামের মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরছে। মূল গল্পকার তৌফিক হাসান ময়না বলেন, এই নাটকের মধ্য দিয়ে আমরা বগুড়ার মুক্তিযুদ্ধের নানা দিক তুলে ধরতে পারব। মুক্তিযুদ্ধের পর পঁচাত্তর সাল পর্যন্ত অনেক কিছুই তুলে ধরা হবে নাটকের মধ্য দিয়ে। এদিকে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান নাটকটিকে ১০৪ পর্ব পর্যন্ত অনুমোদন দেয়ায় নাটকের গল্পকার তৌফিক হাসান ময়না শুভেচ্ছা জানিয়েছেন।
×