ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতিকে গণসংবর্ধনার আয়োজন

প্রকাশিত: ০৪:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

রাষ্ট্রপতিকে গণসংবর্ধনার আয়োজন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ সেপ্টেম্বর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিজ জন্মভূমিতে শুভাগমন উপলক্ষে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁর আগমনকে কেন্দ্র করে চলছে নানা ধরনের প্রস্তুতি। ইতোমধ্যেই তাঁকে দেয়া সম্মিলিত নাগরিক কমিটির গণসংবর্ধনার আয়োজন চলছে জোরেশোরেই। আগামী ৮ অক্টোবর কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজ মাঠে আয়োজিত নাগরিক গণসংবর্ধনায় সর্বস্তরের মানুষের শুভেচ্ছা জানাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সমবায় কমিউনিটি সেন্টারে রাষ্ট্রপতির গণসংবর্ধনা সফল করার বাস্তবায়ন কমিটির প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে আলোচনা স্টাফ রিপোর্টার ॥ তিন সদস্যের পরিবারে পাঁচ গাড়ি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আগামী সমন্বয় সভায় সড়ক পরিবহন আইনের ধারার আলোকে ঢাকা শহরের ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের জন্য অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করব। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, একটা পরিবারের তিনজন সদস্য অথচ তাদের পাঁচটা গাড়ি, এটা নিয়ন্ত্রণ করা যায় কি না সে বিষয়ে কাজ করব। সমাধানের যাত্রা সঙ্কটের মধ্যেই হয় এটার সমাধান করতে হবে সব কাজে জনগণের অংশগ্রহণ প্রয়োজন।
×