ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন আজ

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন আজ

অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও সুদৃঢ় এবং রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় কিভাবে সহযোগিতা করা যায়, এ নিয়ে আলোচনা করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার রবিবার বাংলাদেশ সফরে আসছেন। খবর বাসস’র। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সেখানকার স্থানীয় সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজ ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও তিনি ঢাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বেসরকারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪০ কোটি মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করছে। চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি স্ক্যাফারের প্রথম বাংলাদেশ সফর।
×