ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে ১৫ ট্রলারডুবি ॥ নিখোঁজ দু’শতাধিক জেলে

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গোপসাগরে ১৫ ট্রলারডুবি ॥ নিখোঁজ দু’শতাধিক জেলে

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২২ সেপ্টেম্বর ॥ বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় প্রচ- ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৫টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই সব ট্রলারে থাকা অন্তত দু’শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে ফেয়ারওয়ে বয়া, নারিকেলবাড়িয়া, দুবলাসহ একাধিক জায়গায় পৃথক ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে জালাল মোল্লার মালিকানা এফবি মায়ের দোয়া, আহম্মদ মিস্ত্রির এফবি তাজেনুর, খলিল ফকিরের এফবি মীম-২, দুলাল মিয়ার এফবি মায়ের দোয়া, ছগির পহলানের এফবি আরমান আলীর নাম জানা গেছে। ডুবে যাওয়া ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি বরগুনা ও পাথরঘাটার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আবহাওয়া খারাপ হয়। আবহাওয়া খারাপ দেখে সাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে আসার পথে ফেয়ারওয়ে বয়া, নারিকেলবাড়িয়া, দুবলাসহ একাধিক জায়গায় পৃথক অন্তত ১৫টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে প্রায় দুই শ’ জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া ডুবে যাওয়া এফবি আরমান ট্রলারের জেলে ভাসমান ১০ জেলেকে আবু বকর মোল্লার মালিকানা এফবি সোনারতরী ট্রলারের মাঝি কবিরসহ তার ট্রলারে থাকা জেলেরা উদ্ধার করলেও ট্রলার মালিক ছগির পহলানসহ চার জেলে নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। এদিকে গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের বরগুনা জেলা প্রশাসন, পাথরঘাটা উপজেলা প্রশাসনসহ নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপরতা শুরু করে দিয়েছে। বরগুনা জেলা প্রশাসন থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীকে উদ্ধার অভিযান চালাতে অনুরোধ করেছেন। বাগেরহাট ॥ এদিকে বাগেরহাট থেকে স্টাফ রিপোর্টার জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলারসহ অর্ধশত জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের দুবলা ও কচিখালীর অদূরে এসব ট্রলার নিখোঁজ হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
×