ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাপ্টেন কুকের সেই জাহাজের খোঁজ

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ক্যাপ্টেন কুকের সেই জাহাজের খোঁজ

অবশেষে ক্যাপ্টেন জেমস কুকের সেই সশস্ত্র এনডেভার জাহাজের সন্ধান মিলেছে। দুই শ’ বছরেরও বেশি সময় ধরে প্রতœœতত্ত্ববিদরা জাহাজটির খোঁজে গবেষণা চালিয়ে আসছিলেন। অস্ট্রেলিয়ার একদল গবেষক বলছেন, দেশটির নিউ পোর্টের কাছে এই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৌঁছানো প্রথম ইউরোপীয় জাহাজ ছিল এটি। দ্বীপে নেমেই এর গাছপালার বৈচিত্র্য দেখে নাকি অবাক হয়ে যান কুক। তার সঙ্গে জাহাজে একজন বোটানিস্টও ছিলেন। এ ধরনের গাছপালা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এরপর কুক জায়গাটার নাম দেন ‘বোটানি বে’। এনডেভার মূলত মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ সেনা জাহাজ হিসেবেই ব্যবহার করা হতো। জাহাজটি শেষবার দেখা যায় ১৭৭৮ সালে। এরপর জাহাজটির কোনও সন্ধান মেলেনি। নানা সময় এই জাহাজের অংশবিশেষ খুঁজে পাওয়ার দাবি উঠলেও জেমস কুকের সেই জাহাজ আজও যেন এক রহস্য। ক্যাপ্টেন জেমস কুকের ঐতিহাসিক জাহাজটি অস্ট্রেলিয়ার উপকূলীয় রোডে দ্বীপের কাছেই ডুবে যায় বলে মনে করা হয়। ১৭৭০ সালের এপ্রিলের মাঝামাঝি তিনি অস্ট্রেলিয়ার অস্তিত্ব খুঁজে পান। ওক আর পাইন কাঠে তৈরি ছিল তার এই জাহাজ। সশস্ত্র এই জাহাজকে নিয়ে রয়েছে নানা রহস্যময় গল্প। এই জাহাজে করে কুক নিউজিল্যান্ডও খুঁজে বের করেন। -ডেইলি মেইল অবলম্বনে।
×