ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ আওয়ামী লীগ নেতৃবৃন্দের কক্সবাজার যাত্রা

প্রকাশিত: ০৬:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

আজ আওয়ামী লীগ নেতৃবৃন্দের কক্সবাজার যাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাংগঠনিক সফর শুরু হয়েছে। দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শনিবার সকালে ঢাকা থেকে সফরে অংশ নেয়া নেতৃবৃন্দের দলটি সন্ধ্যার পর চট্টগ্রামে পৌঁছেছে। আজ সকালে এই সাংগঠনিক সফর হবে কক্সবাজার অভিমুখে। রাতে নেতৃবৃন্দের সৌজন্যে চউক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের তত্ত্বাবধানে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় মেজবান। এতে তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। আবদুচ ছালাম জানান, আজ রবিবার সকাল ৯টার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সফরে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের দলটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে। চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ সংলগ্ন মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এরপরে পটিয়া, সাতকানিয়া, চকরিয়া, ঈদগাঁও অনুরূপ পথসভা অনুষ্ঠানের কর্মসূচী রয়েছে। এরমধ্যে কয়েকটি পয়েন্ট বাদও পরতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে কুমিল্লার পর সীতাকু- অনুরূপ পথসভা অনুষ্ঠানের কর্মসূচী ছিল। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি থাকলেও সীতাকু-ের পথ সভাপতি দলের কেন্দ্রীয় নির্দেশে বাতিল করা হয়। দলের পক্ষ থেকে স্বীকার করা না হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিভক্ত সীতাকু- আওয়ামী লীগের মধ্যে শেষ মুহূর্তে ঐক্য প্রক্রিয়া সফল না হওয়ায় সেখানকার পথসভাটি বাতিল করা হয়েছে।
×