ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দীর্ঘ জীবনের রহস্য হুইস্কি

প্রকাশিত: ০৬:০৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮

দীর্ঘ জীবনের রহস্য হুইস্কি

শতায়ু হতে কে না চায়। তবে এ যুগে সে ভাগ্য খুব কম লোকেরই আছে। কেউ যদি সুস্থভাবে ১শ বছরের বেশি বাঁচে, তাহলে তার বেঁচে থাকার কারণ জানতে ইচ্ছে হয় বৈকি। তেমনই এক শতায়ু মহিলা হলেন ব্রিটেনের গ্রেস জোনস। সম্প্রতি ১শ ১২ বছরে পা দিয়েছেন তিনি। নিজের মুখেই জানিয়েছেন তার সুস্থ জীবনের রহস্য। এই আয়ুর জন্য হুইস্কিকেই ক্রেডিট দেন এই মহিলা। ব্রিটেনের ওয়র্কসের বাসিন্দা এই বৃদ্ধা জানান, ৫০ বছর বয়স থেকে প্রতি দিন রাতে ১ পেগ করে হুইস্কি খান তিনি। দু’খানা বিশ্বযুদ্ধ দেখেছেন জীবনে। ২৬ জন প্রধানমন্ত্রীর আমল দেখেছেন এই মহিলা। তার বন্ধুরা তাকে ‘এ্যামেজিং গ্রেস’ নামে ডাকতেন। বিগত ৬০ বছর ধরে বিখ্যাত গ্রাউস সিঙ্গল মল্ট হুইস্কি খাচ্ছেন তিনি। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি এইভাবে হুইস্কি খেয়ে যাবেন বলে জানান।-টেলিগ্রাফ অবলম্বনে।
×