ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাধার বিয়ে

প্রকাশিত: ০৬:০৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

গাধার বিয়ে

স্ত্রীর মৃত্যুর পর থেকে কোনকিছুতেই যেন মন বসত না তার, সবকিছু ছেড়ে দিয়ে একাই জীবনযাপন করছিল, তার এই কষ্ট দেখতে পারেননি অনেকেই। চেয়েছিলেন তার মনের মতো জীবন সঙ্গিনী খুঁজে দিতে, যেন আবার সংসার শুরু করা যায়। যেই কথা সেই কাজ। এ গ্রাম ও গ্রাম ঘুরে তারা খুঁজে এনেছেন তার সঙ্গিনীকে, সেখানেই শেষ নয়, নিজেদের খরচায় একেবার ধুমধাম করে বিয়েও দিয়েছেন তাদের। ঘটনাস্থল ভারতের মাইসোর এলাকার হুরায়। সেখানকার এক নিঃসঙ্গ গাধার বিয়ে দিলেন গ্রামবাসীরা। শুনলে অবাক হতে পারেন তবে এটাই সত্যি। একেবারে পুরোহিত ডেকে, নতুন জামা-কাপড় পরে, সিঁদুর, আতপ চাল, মালা, মঙ্গলসূত্র, বিয়ের সকল নিয়ম মেনে তাদের বিয়ে দেয়া হয়েছে। বিয়ের দিন টেনশনে ছিলেন বর-কনে দুজনই। বরের দ্বিতীয় বিয়ে, মাত্র কয়েক মাস আগে এক চিতার আক্রমণে হারিয়েছেন জীবনসঙ্গিনীকে, কনে আবার বছর চারেকের ছোট। তার ওপর ৬০ কিলোমিটার দূরে চামারাজানগর জেলা থেকে নতুন পরিবেশে আসা। চাপ থাকলে এটাই স্বাভাবিক। আর তাদের এই শুভ দিনে উপস্থিত ছিলেন গ্রামের সবাই। গত জুলাই মাসে এক চিতার হানায় মারা যায় গাধাটির সঙ্গিনী। জীবনে এই হঠাৎ আসা বিপর্যয়ের পাশাপাশি একা থাকতে থাকতে এটি বদমেজাজি হয়ে উঠেছিল। কারণে অকারণে আক্রমণ করত গ্রামবাসীদের। এরপরই গ্রামবাসীরা বুঝতে পারেন নিঃসঙ্গতাই তার এই আচরণের কারণ। তাই আর দেরি করেননি তারা, একেবারে চাঁদা তুলে দূরের এক গ্রাম থেকে গাধা কিনে আনতে চেয়েছিলেন তারা। গ্রামবাসীরা মিলে ২০ হাজার টাকা চাঁদাও তুলেছিলেন। যদিও তার প্রয়োজন হয়নি। তাদের এই উদ্যোগের কথা শুনে টাকা নিতে চাননি তারাও। তাই সেই টাকায় একেবারে ধুমধাম করে বিয়ে।-ওয়েবসাইট অবলম্বনে।
×