ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পড়ার বিষয় যখন কৃষি

প্রকাশিত: ০৬:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পড়ার বিষয় যখন কৃষি

দেশে রয়েছে পাঁচটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পদ্ধতি ইঞ্জিনিয়ারিং ও সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন। তাই প্রস্তুতিও আলাদা। তবে মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি প্রায় একই রকম। এরই মধ্যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে ভর্তি কার্যক্রম। আবেদন করতে হবে অনলাইনে কিংবা এসএমএসএ পদ্ধতিতে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রস্তুতির বিস্তারিত লিখেছেন- আবুল বাশার মিরাজ আবেদনের যোগ্যতা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মোট চতুর্থ বিষয় ব্যতীত মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসি মিলিয়ে জিপিএ ৭.০০ লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এসএসসি-এইচএসসি মিলিয়ে জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিষয় ব্যতিত মোট জিপিএ ৬.৫০ এবং আলাদাভাবে ৩.০০ থাকতে হবে। পরীক্ষার ধরন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ২৫, রসায়নে ২৫, গণিতে ২৫ ও জীববিজ্ঞানে ২৫ নম্বর মিলে এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদার্থ ২০, রসায়ন ২০, জীববিজ্ঞান ২০, ইংরেজী ১০ এবং সাধারণ জ্ঞান ১০ এ বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, জীববিজ্ঞানে ২০, গণিতে ১৫, ইংরেজীতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২০, গণিতে ২০, জীববিজ্ঞানে ৩০ ও ইংরেজীতে ১০ নম্বর মিলে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। আর এসএসসির মোট জিপিএ কে ৮দ্বারা গুণ করে এবং এইচএসসির মোট জিপিএকে ১২ দ্বারা গুণ করে ১০০ নম্বর ধরা হয়। অথাৎ এমসিকিউ ১০০+ জিপিএ ১০০= মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। বিস্তারিত জানতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (িি.িনধঁ.বফঁ.নফ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (িি.িংধঁ.বফঁ.নফ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়- (িি.িনংসৎধঁ.বফঁ.নফ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (িি.িংুষযবঃধমৎরাধৎংরঃু.বফঁ.নফ) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (িি.িপাধংঁ.ধপ.নফ) সম্ভাব্য তারিখ ও আসনসংখ্যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : ১০ নবেম্বর ২০১৮; আসনসংখ্যা-১২৩০টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; ২৫ নবেম্বর ২০১৮; আসনসংখ্যা-৩৩০টি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : ২৩ নবেম্বর ২০১৮; আসনসংখ্যা-৩৯৩টি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ৭ ডিসেম্বর ২০১৮; আসনসংখ্যা-৫৪০টি। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২৪ নবেম্বর ২০১৮; আসনসংখ্যা-২৪৫টি।
×