ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসডিজি নিয়ে আইসিএমএবি’র সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এসডিজি নিয়ে আইসিএমএবি’র সম্মেলন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। ২৩ সেপ্টেম্বর রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশী সরকারী-বেসরকারী সংস্থা, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা, বিদেশী দূতাবাস এবং স্থানীয় ও বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নেবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মেলনটি উদ্বোধন করবেন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন, জাতিসংঘের সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে ভাল করে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। ২০৩০ সালের মধ্যে এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনের জন্য বর্তমানে কাজ করছে বাংলাদেশ। দারিদ্র্য, ক্ষুধা, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, বৈশ্বিক উষ্ণতা, লৈঙ্গিক সমতা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি, নগরায়ণ, পরিবেশ ও সামাজিক ন্যায়বিচারসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নবিষয়কে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে চায়। সরকার এরই মধ্যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬-২০২০) এসডিজির লক্ষ্যগুলোকে অন্তর্ভুক্ত করেছে। সরকার ৪১টি মন্ত্রণালয় ও বিভাগকে এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। ২০১৮ সালের এসডিজি ইনডেক্স ও ড্যাশবোর্ড রিপোর্টিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে ১১১তম স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে আমরা ভারতকে পেছনে ফেলেছি। অর্থনীতি ডেস্ক
×