ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যাশিয়ারবিহীন ৩ হাজার স্টোর চালু করছে এ্যামাজন

প্রকাশিত: ০৭:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ক্যাশিয়ারবিহীন ৩ হাজার স্টোর চালু করছে এ্যামাজন

ক্যাশিয়ারবিহীন ৩ হাজার স্টোর চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান এ্যামাজন। ২০২১ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় প্রতিষ্ঠানটি। গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এ্যামাজনের এমন পরিকল্পনা প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট চেইন ক্রোগার কোম্পানি ও টার্গেট কর্পোরেশনের শেয়ার ১ থেকে ২ শতাংশ পর্যন্ত কমেছে। এ্যামাজনের ক্যাশিয়ারবিহীন স্টোরকে ‘এ্যামাজন গো’ নামে ডাকা হয়। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের সিয়াটলে তিনটি এ্যামাজন গো স্টোর রয়েছে। তবে দ্রুতই শিকাগো, সানফ্রান্সিসকো এবং নিউইয়র্কে এমন স্টোর চালু করতে চায় প্রতিষ্ঠানটি। এ্যামাজন গো স্টোরে ক্যাশিয়ার হিসেবে কেউ থাকে না। এক্ষেত্রে গ্রাহকরা স্মার্টফোন এ্যাপের সাহায্যে সেখান থেকে পণ্য কিনে থাকেন। দাম পরিশোধও করতে হয় স্বয়ংক্রিয়ভাবেই। ক্যাশিয়ারবিহীন স্টোরে প্রবেশ করতে একটি নির্দিষ্ট স্মার্টফোন এ্যাপ স্ক্যান করতে হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×