ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেলিভারুকে কিনতে চায় উবার

প্রকাশিত: ০৭:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ডেলিভারুকে কিনতে চায় উবার

খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারুকে কিনতে প্রাথমিক আলোচনা করছে রাইড শেয়ারিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। ডেলিভারুকে কিনতে উবার ঠিক কী পরিমাণ অর্থ খরচ করতে যাচ্ছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। তবে ডেলিভারুর সর্বশেষ বাজারমূল্যের চেয়ে উবারের প্রস্তাবিত মূল্যের অঙ্কটা বেশি হওয়া উচিত বলে ভাষ্য সংবাদ মাধ্যমটির। ২০১৭ সালে প্রাইভেট বিনিয়োগকারীদের কাছ থেকে ৯.৮০ কোটি যুক্তরাজ্যভিত্তিক ডেলিভারু’র বাজারমূল্য দুই শ’ কোটি ডলারের বেশি ধরা হয় বলে জানিয়েছে রয়টার্স। ব্লুমবার্গের প্রতিবেদন মতে, ডেলিভারুর বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির স্বাধীনতা ছাড়তে অনিচ্ছুক। এ কারণ এই আলোচনা ভেস্তেও যেতে পারে। ডেলিভারু’র পক্ষ থেকে চলতি বছর জুলাইয়ে বলা হয়, প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাত্রা শুরু করবে না এমনটি নয় তবে এ নিয়ে তাড়াও নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×