ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (পূর্ব প্রকাশের পর) ২১। ডাচ-ইস্ট-ইন্ডিয়া কোম্পনি কত সালে বাংলায় প্রবেশ করে ? (ক) ১৬২০ সালে (খ) ১৬২৫ সালে (গ) ১৬৩০ সালে (ঘ) ১৬৩৫ সালে। ২২। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশরা তৈরি করে - (ক) অনুগত জমিদার শ্রেণি (খ) অনুগত মুসলমান সমাজ (গ) অনুগত ব্যবসায়ী শ্রেণি (ঘ) অনুগত রক্ষী বাহিনী। ২৩। কোন সমাজে সতীদাহ প্রথা ছিল? (ক) বৌদ্ধ সমাজে (খ) মুসলিম সমাজে (গ) খ্রিষ্টান সমাজে (ঘ) হিন্দু সমাজে। ২৪। ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসানের পর ভারতের রাষ্ট্র ক্ষমতা কার হাতে ন্যস্ত হয় ? (ক) ব্রিটিশ রাজের হাতে (খ) জনগণনের নির্বাচিত প্রতিনিধিদের হাতে (গ) দিল্লির স¤্রাটের হাতে (ঘ) ব্রিটিশ মন্ত্রীদের হাতে। ২৫। কলকাতা মাদ্রসা প্রতিষ্ঠা করার লক্ষ ছিল- (ক) ধর্মীয় শিক্ষার প্রসার (খ) হিন্দুদের অসহযোগিতা (গ) চাকরির সুযোগ সৃষ্টি (ঘ) ধর্মীয় অনুভূতি সৃষ্টি। ২৬। কার মাধ্যমে ভারত সচিবকে মনোনয়ন দেওয়া হতো? (ক) ব্রিটিশ মন্ত্রীসভা (খ) ব্রিটিশ রাজা (গ) গভর্নর জেনারেল (ঘ) ব্রিটিশ জাতীয় পরিষদ। ২৭। কাজলের এলাকা সংখ্যাগরিষ্ঠ। দাবি-দাওয়া আদায়ের জন্য এলাকার লোকজন সংগঠিত হয়ে একটি সংগঠন গড়ে তোলে। উক্ত সংগঠনটির সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে? (ক) কংগ্রেস (খ) আওয়ামী লীগ (গ) মুসলিম লীগ (ঘ) কৃষক সমিতি । ২৮। ভরতীয় জাতীয় কংগ্রেস কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? (ক) সাম্প্রদায়িক (খ) অসাম্প্রদায়িক (গ) ধর্মভিত্তিক (ঘ) জাতি ভিত্তিক। ২৯। লর্ড কার্জন কত সালে বাংলাকে ভাগ করার প্রস্তাব রাখেন? (ক) ১৯০৩ সালে (খ) ১৯০৫ সালে (গ) ১৯০৭ সালে (ঘ) ১৯০৯ সালে। ৩০। কত সালে ভারতবর্ষ বিভক্ত হয় ? (ক) ১৯৪০সালে (খ) ১৯৪২ সালে (গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৪৭ সালে। উত্তর ঃ ২১(গ), ২২(ক), ২৩(ঘ), ২৪(ক), ২৫(গ), ২৬(ক), ২৭(গ), ২৮(খ), ২৯(ক), ৩০(ঘ)।
×