ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওসমান গণির মরদেহ ঢাকায়, দাফন বিকেলে

প্রকাশিত: ১৯:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ওসমান গণির মরদেহ ঢাকায়, দাফন বিকেলে

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার বেলা ১১টা ৪০ এ ওসমান গণির কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিটি করপোরেশনের প্রধান তথ্য কর্মকর্তা এসএম মামুন জানান, জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্যানেল মেয়র ওসমান গণির প্রথম জানাজা হবে। তারপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য এই আওয়ামী লীগ নেতার কফিন রাখা হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে। বিকালে আসরের নামাজের পর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে ওসমান গণিকে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ওসমান গণি শনিবার সকালে সিঙ্গাপুরের একটি হাসাপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ্য হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলে গত বছর ৪ সেপ্টেম্বর ওসমান গণিকে প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়। মেয়র আনিসুল হক মারা যা্ওয়ার পরও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওসমান গণি। ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত ওসমান গণি বাড্ডা থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
×