ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে শিক্ষক শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ গ্রহণ

প্রকাশিত: ২২:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

কালকিনিতে শিক্ষক শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ ট্রাফিক সচেতনতা, প্রচলিত আইন কানুন ও সাইবার অপরাধসহ অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষক-শিক্ষার্থীদেরকে বাল্য বিয়ে ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। আজ রবিবার দুপুরে কালকিনি থানা পুলিশের উদ্যোগে সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী, ওসি কৃপা সিন্ধু বালা, আ’লীগের যুগ্ন-সম্পাদক লোকমান সরদার, সহকারী অধ্যক্ষ মোঃ বশির আহম্মেদ, কলেজ শিক্ষক মুজিবুর রহমান ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন প্রমুখ।
×