ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৯৪জন কৃতি শিক্ষার্থীকে ছাত্রলীগের সংবর্ধনা

প্রকাশিত: ২৩:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

মাগুরায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৯৪জন কৃতি শিক্ষার্থীকে ছাত্রলীগের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৯৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার আয়োজনে ২০১৮ সালের মাগুরার এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৯৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয় । বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিুল হাসান, সাবেক অধ্যক্ষ কৃষপদ রায়, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাড: সৈয়দ শরিফুল ইসলাম , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা । অনুষ্ঠানে ২০১৮ সালে মাগুরার এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৩৯৪জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
×