ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০২:০৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ভাঙ্গুড়ায়  জমি নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামে এঘটনা ঘটেছে। স্থানীয় সুত্র জানায়, অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামের ওয়াবদার বাঁধ সংলগ্ন দুই শতক দালিলিক সম্পত্তির সাথে ৮ শতক পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শহিদুল ও জসিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে শহিদুল গ্রুপের লোকজন ওই জায়গায় ঘর তুলতে গেলে জসিমের লোকজন বাধা দিলে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৪ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হলেন বিশাকোল গ্রামের হাবিব (৪০), মঞ্জিল (৫০), আবজাল (৫৫),অসিম (৩৫), লোকমান (৫৫), ছবুরা (৩৫), পাছু (৩৪) হাবিবুর (৫২), আজম (৩৮), রুবিয়া (৩১), সুফিয়া (৪০) রুহুল (৩০), আলতাব (২৫) মোতালেব (৪৫)। ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহম্মদ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×