ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় হামলায় নির্মাণ শ্রমিক লীগ নেতাসহ আহত ৯

প্রকাশিত: ০২:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পটিয়ায় হামলায় নির্মাণ  শ্রমিক লীগ নেতাসহ  আহত ৯

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ নির্বাচনী রোড শো কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের বিদায় জানিয়ে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমের ৯জন অনুসারী আহত হয়েছেন। আহতরা হলেন, নির্মাণ শ্রমিক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. রফিক হাসান (৪০),আবদুস শুক্কুর (৪৫), ইকবাল (৩৫), সিহাব (১০), ইসলাম (১১), শওকত হোসেন (২৭), হারুন (৫৫), মো. মামুন (৩০) ও মো.ফারুক (৪০)। রবিবার নির্বাচনী রোড শো চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া হয়ে কক্সবাজারে যাওয়ার সময় দুপুর ১টার দিকে উপজেলার মুজাফরাবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। দলীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের নেতৃত্বে পটিয়ার ১২টি স্পটে শোডাউনের আয়োজন করে। সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও নির্মাণ শ্রমিক লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে রাস্তার দুই পাশেই অবস্থান নেন। আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামীগের উদ্যোগে ক্রসিং এলাকায় অনুষ্ঠিত সমাবেশ শেষ হলে রোড শো কর্মসূচির কেন্দ্রীয় নেতারা মহা সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম পৃথক পৃথক স্পটে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান। দুপুর ১টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়ন পরিষদ এলাকায় কেন্দ্রীয় নেতাদের বিদায় দিয়ে ফেরার পথে অতর্কিতভাবে এমপির ভাই নবাবসহ লোকজন হামলা চালান বলে অভিযোগ। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, রোড শো কর্মসূচি সফল করতে তিনি ব্যাপক আয়োজন করেন। এই জন্য ৫টি কমিউনিটি সেন্টার ও উপজেলা পরিষদের স্মৃতিসৌধ মাঠ সরকারিভাবে বরাদ্দ নেওয়ার পরও অনাঙ্খিত ঘটনা এড়াতে রয়েল কমিউনিটি সেন্টার এলাকা ছেড়ে দিয়েছেন। তারপরও কেন্দ্রীয় নেতাদের বিদায় দিয়ে পটিয়া সদরে ফেরার পথে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে ফোনে অবহিত করেছেন।
×