ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০২:২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

নেত্রকোনায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ হেরোইন কেনাবেচার দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেয়া হয়। রবিবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে শাহারিয়ার আলম, নাজমুল হক ও রফিকুল ইসলাম। পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। আদালতের পিপি এ্যাডভোকেট ইফতেকার উদ্দিন তালুকদার মাসুদ মামলার বরাত দিয়ে জানান, আসামীরা ২০১৫ সালের ৬ জুন রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের চৌরাস্তা মোড়ে হেরোইন কেনাবেচা করছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫শ গ্রাম হেরোইন জব্দ করা হয় যার আনুমানিক দাম ৫০ লাখ টাকা। পরবর্তীতে এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে।
×