ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধসেপড়া সেতু মেরামত

সান্তাহার-লালমনিরহাট ট্রেন চলাচল ২৮ ঘণ্টা পর শুরু

প্রকাশিত: ০৩:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 সান্তাহার-লালমনিরহাট  ট্রেন চলাচল ২৮  ঘণ্টা পর শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার সোনাতলার চকচকিতে ধসেপড়া রেল ব্রিজের পিলার রবিবার বেলা আড়াইটায় মেরামতের পর খুবই ধীর গতিতে ওই ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রায় ২৮ ঘণ্টা স্বাভাবিকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়। শনিবার সকালে এই ব্রিজের একটি পিলারে ধস নামে। এরপর থেকেই বগুড়ার ওপর দিয়ে যাওয়া লালমনিরহাট-সান্তাহার সেকশনের আপ ও ডাউনের ১৬ টি ট্রেনের স্বাভাবিক চলাচল বিঘœ ঘটে। ট্রেনগুলোর মধ্যে ঢাকা-উত্তরবঙ্গ-ঢাকা দু’টি আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস সান্তাহার থেকে পার্বতীপুর হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছে। একই পথে ঢাকা যায়। এই দুইদিন আন্তঃনগর বগুড়া-ঢাকা-বগুড়ার টিকেট দেয়া হয়নি। অন্য মেল ও লোকাল ট্রেনগুলোর সান্তাহারগামী ডাউন ট্রেন বগুড়ার উত্তরে সোনাতলা পর্যন্ত এবং লালমনিরহাটগামী আপ ট্রেনগুলো বগুড়া পর্যন্ত চলাচল করে। এদিকে ব্রিজে কিভাবে ধস নামল তা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশে রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম, ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট শওকত জামিল মহসী, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজার রহমান রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ও দ্রুত মেরামতের নির্দেশ দেন। চারটি পিলারের ওই রেল ব্রিজের যে পিলারটিতে ধস নেমেছে সেই পিলারের নিচে মাটি খুঁড়ে লোহার বিশেষ ধরনের ক্লিপ বসানো হয়েছে। এর ভেতরে পাথর দিয়ে শক্তিশালী করা হয়। রেল বিভাগের উপ সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানিয়েছেন বিকেলে মেরামতের পর একটি পরীক্ষামূলক সাটল ট্রেন ব্রিজের ওপর দিয়ে যায়। ট্রেনটি ঠিকমতো অতিক্রম করায় ধীর গতিতে অন্যান্য ট্রেন চলাচলের অনুমতি দেয়া হয়। রেলওয়ের বগুড়ার স্টেশনমাস্টার বেনজুরুল ইসলাম জানিয়েছেন, বগুড়া থেকে আন্তঃনগর ট্রেনগুলোর টিকেট দেয়া শুরু হয়েছে।
×