ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাল আত্মসাতের অভিযোগে আটক তিন

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 চাল আত্মসাতের অভিযোগে  আটক তিন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৩ সেপ্টেম্বর ॥ সরকারী চাল আত্মসাতের অভিযোগে কালকিনি উপজেলার সাহেবরাপুর ইউপি পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সালমা বেগমসহ নাসির হাওলাদার ও শারমিন বেগম নামের তিন জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তাদের চালসহ আটক করা হয়। জানা গেছে, তাদের নিজ বাড়ি উপজেলার আন্ডারচর থেকে সরকারী ৪৮০ কেজি চালসহ তাদেরকে আটক করে প্রথমে কালকিনি থানায় নিয়ে আসা হয়। এরপর ইউপি সদস্য সালমা বেগম ও জাহাঙ্গীর হাওলাদারের ঘর থেকে এ চাল উদ্ধার শেষে জব্দ করা হয়। অভিযুক্ত ইউপি সদস্য সালমা বেগম দাবি করে বলেন, আমি ৮টি কার্ডের চাল কাউকে না দিয়ে আমার স্বামীর চিকিৎসার জন্য রাখি। আমার স্বামী একজন ক্যান্সারের রোগী। ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
×