ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চসিক মেয়রের সঙ্গে বিদায়ী থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

  চসিক মেয়রের  সঙ্গে বিদায়ী থাই রাষ্ট্রদূতের  সৌজন্য  সাক্ষাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত মিস পাঁপিমন সুয়ানাপোনস। রবিবার মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয়ই আগামীতে দু’দেশের মধ্যে সম্পর্কের উত্তরোত্তর উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। চট্টগ্রামের পাহাড়গুলোর ক্ষয়রোধে বিন্না ঘাস রোপণ এবং গবেষণায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন থাই রাষ্ট্রদূত। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, সিটি মেয়র বিন্না ঘাসের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহিত পরিকল্পনাদি রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন পাহাড় ধস, ক্ষয়রোধ, জলাবদ্ধতা রোধকল্পে বিন্না ঘাসের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। থাই রাষ্ট্রদূত বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। সাক্ষাতকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, বিপ্লব দাশ এবং থাইল্যান্ডের অনারারি কনস্যুল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পিএইচপি ফ্যামিলি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।
×