ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজয় মঞ্চের কাজ শুরু

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

বিজয় মঞ্চের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রবিবার সকাল থেকে উলিপুর উপজেলার বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধা এবং সব শ্রেণীর মানুষ উলিপুর কেন্দ্রীয় মিনারের সামনে জড়ো হতে থাকে। সবাই একসঙ্গে গাইলেন জাতীয় সঙ্গীত আর জয় বাংলার গান। বীর মুক্তিযোদ্ধা ফজল উদ্দিন আকাশ পানে ছুড়লেন শটগানের গুলি। কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল উলিপুর শহর। সবার চোখে মুখে আনন্দ। মনে হচ্ছিল বিজয়ের আর একদিন। একসঙ্গে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠল সমস্ত শহর। এমন পরিবেশে রবিবার বিজয় মঞ্চের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন। তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর দীর্ঘদিন বন্ধ থাকা বিজয়মঞ্চের অসমাপ্ত নির্মাণকাজ কাজ আবার শুরু করার উদ্যোগ নেন।
×