ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

মদপানে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অতিরিক্ত মদপান করায় সাতক্ষীরায় কামাল গাজী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে পাটকেলঘাটা থানার শুকতিয়া এলাকায় ঘটনাটি ঘটে। কামাল গাজী শুকতিয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী মৃত ফকর সরদারের ছেলে খলিল সরদার ও জামাল গোলদারের ছেলে সালাম গোলদার একত্রে কামাল গাজীকে খলিল সরদারের মাছের ঘেরে ডেকে নিয়ে যায় মদপান করার জন্য। সেখানে তারা বিদেশী মদপান করে। অতিরিক্ত মদপান করার কারণে কামাল গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে খলিল সরদার তাকে বাড়িতে দিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। . বিদ্যুতস্পৃষ্টে অটোচালকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে বিদ্যুতস্পৃষ্টে এক অটোচালকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের রামেশ্বর শর্মা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ফজলুল হক (৩২) বাড়ির পাশে বিদ্যুতের সাইড লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . সংঘর্ষে আহত ২০ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ সেপ্টেম্বর ॥ ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামের ওয়াবদার বাঁধ সংলগ্ন দুই শতক দালিলিক সম্পত্তির সঙ্গে ৮ শতক পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শহিদুল ও জসিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে শহিদুল গ্রুপের লোকজন ওই জায়গায় ঘর তুলতে গেলে জসিমের লোকজন বাধা দিলে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। . দুদকের অভিযান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিদেশ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল সনদ প্রদান বাবদ অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে খুলনার সিভিল সার্জনের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ অর্থ গ্রহণের সত্যতা মেলায় সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে ‘সতর্ক’ করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে মেডিক্যাল সনদ প্রত্যাশীদের বিনামূল্যে সনদ প্রাপ্তির ব্যবস্থা করা হয়। পরে খুলনা সদর হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া। দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয় সূত্র জানায়, বিদেশ যাত্রীদের মেডিক্যাল সনদ প্রদান বাবদ দেড় হাজার থেকে দুই হাজার টাকা অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে খুলনার সিভিল সার্জন অফিসে অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা জনপ্রতি ২৫০ টাকা করে নেয়ার কথা স্বীকার করেন। অভিযানের মুখে আর টাকা নেয়া হবে না বলেও অঙ্গীকার করেন তিনি। পরে খুলনা সদর হাসপাতালে অভিযান চালানো হয়। . মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ সেপ্টেম্বর ॥ হেরোইন কেনাবেচার দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ- ও অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হচ্ছেÑ শাহারিয়ার আলম, নাজমুল হক ও রফিকুল ইসলাম। পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। আদালতের পিপি ইফতেকার উদ্দিন তালুকদার মাসুদ মামলার বরাত দিয়ে জানান, আসামিরা ২০১৫ সালের ৬ জুন রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের চৌরাস্তা মোড়ে হেরোইন কেনাবেচা করছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়Ñ যার আনুমানিক দাম ৫০ লাখ টাকা। পরবর্তীতে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১১ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করে। . জন্মসনদে বয়স বাড়িয়ে ছাত্রীর বিয়ে সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর ॥ উপজেলার শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তার বিরুদ্ধে বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সনদ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বয়স বৃদ্ধির সনদে স্বাক্ষর করেছেন ইউপি চেয়ারম্যান। পরে ওই সনদপত্র ব্যবহার করে গত বৃহস্পতিবার পরিবারের লোকজন অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, ছাত্রীর বাড়ি শেরপুর ইউনিয়নের একটি গ্রামে। সে ওই ইউনিয়নের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। জানা যায়, ছাত্রীর জন্ম তারিখ ০১-০১-২০০৪ ইং। সেই হিসেবে ছাত্রীর বয়স ১৪ বছর সাত মাস। কিন্তু তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ মেজবাহ উদ্দিন (রুবেল) ছাত্রীর জন্ম তারিখ দেখিয়েছেন ২০-০৩-২০০০ ইং। এই বিষয়ে উদ্যোক্তা রুবেল বলেন, স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়ার নির্দেশে জন্মসনদ তৈরি করে তাতে চেয়ারম্যানের স্বাক্ষর এনে দিয়েছেন। এই বিষয়ে মোঃ বাবুল মিয়া বলেন, ছাত্রীর অভিভাবক প্রথমে তার কাছে জন্মনিবন্ধন ফরমে স্বাক্ষর নিতে এসেছিল। কিন্তু ফরমে বয়স বাড়িয়ে লেখার কারণে তিনি স্বাক্ষর দেন নি। ওয়ার্ডের জনপ্রতিনিধি স্বাক্ষর না করলেও কীভাবে ইউপির তথ্যসেবা কেন্দ্র থেকে জন্মসনদপত্র দেয়া হলো তা খতিয়ে দেখা দরকার। জানতে চাইলে শেরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব উদ্দিন ম-ল বলেন, উদ্যোক্তা রুবেল তার কাছে জন্মসনদ এনে দিলে তিনি তাতে স্বাক্ষর করে দেন। সনদে বয়স কমের বিষয়ে তিনি জানেন না। . পবায় পাটখড়ির স্তূপে একমণ গাঁজা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার নওহাটায় অভিযান চালিয়ে পাটখড়ির স্তূপের মধ্যে থেকে একমণ গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পবা থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার নওহাটার দুয়ারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারীর নাম সখিনা বেগম (৪০)। তিনি নওহাটার দুয়ারী গ্রামের ইয়াকুব হোসেনের স্ত্রী। রাজশাহীর পবা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, রাতে দুয়ারী মধ্যপাড়ায় অভিযান পরিচালনার সময় ইয়াকুবের বাড়ির পাটখড়ির ভেতর থেকে চারটি প্যাকেটে ১০ কেজি করে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ইয়াকুব হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী সখিনা বেগমকে (৪০) আটক করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর রবিবার সখিনাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। . বাকৃবিতে আটক ৪ বাকৃবি থেকে জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গাঁজা সেবনরত অবস্থায় চার বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিশ্ববিদ্যালয়ের দুইটি পয়েন্ট থেকে ওই চার জনকে আটক করা হয়। জানা যায়, রাতে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান খোকনের নির্দেশনায় পুলিশের একটি দল ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালায়। . নওগাঁয় পরিবহন ধর্মঘট অব্যাহত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ সেপ্টেম্বর ॥ সদ্য পাসকৃত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো রবিবারও পরিবহন ধর্মঘট করেছে বাস শ্রমিকরা। রবিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ কোন রুটেই বাস চলাচল করেনি। টানা দুদিনের পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শ্রমিকরা জানান, পাসকৃত আইনে হত্যাকা- প্রমাণ হলে ৫ লাখ টাকা জরিমানা ও ৫ বছর জেলের যে বিধান রাখা হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। তাদের মতে, সড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ও সড়কগুলোর বেহাল দশার কারণেই সড়ক দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। কিন্তু সরকার এসব সুরাহা না করে উল্টো চালকদের বিরুদ্ধে আইন করেছে, তা মেনে নেয়ার মত নয়।
×