ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন ধারাবাহিক ‘টক্কর’

প্রকাশিত: ০৪:০১, ২৪ সেপ্টেম্বর ২০১৮

নতুন ধারাবাহিক ‘টক্কর’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা টিভির পর্দায় প্রচার শুরু হয়েছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘টক্কর’। নাটকটি সপ্তাহে প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০-৩০ মিনিটে প্রচার হচ্ছে। শাহজাহান সৌরভ রচিত এবং দীপংকর দীপন পরিচালিত নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকি, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, মীর সাব্বির, নওরিন হাসান খান, জেনী, তানিয়াসহ অনেকে। একে অন্যের থেকে বেশি দূর এগিয়ে যাওয়া, নিরন্তর টক্কর দিয়ে শীর্ষে ছুটে চলার অপর নামই টক্কর। ‘টক্কর’ নাটকের গল্পে উঠে এসেছে সমাজের উচ্চবিত্তের ব্যবসায়িক দ্বন্দ্ব যেমন দেখানো হয়েছে নাটকটিতে, তেমনি একটা পরিবারের সন্তানদের ছেলে-পুত্রবধূর দ্বন্দ্ব রয়েছে নাটকটিতে। আরও রয়েছে অফিসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ব্যবসায়িক প্রভাব বিস্তারের নানা বিষয়গুলোও ‘টক্কর’ নাটকে দেখানো হচ্ছে। পরিচালক দীপংকর দীপন বলেন, সমাজ বাস্তবতার গল্পই ‘টক্কর’ নাটকের প্রাণ। খুব বাস্তবতা থেকে নেয়া কাহিনী নানা বিষয় নিয়ে ঘুরপাক খাবে ‘টক্কর’ নাটকে। আমার বিশ্বাস নাটকটি বাংলা টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক হবে। এরই মধ্যে দর্শকরা দেখছেন, অনেকে আমাকে তাদের ভাল লাগার কথা জানাচ্ছেন। বাংলা টিভির সিইও বলেন, আমরা চাই আমাদের দর্শকই আলাদা হবেন। সেই কারণে নানা সাজে নানা কাজে আমরা ভাল গল্প, অন্যরকম সুন্দর গল্পের নাটক বাছাই করে কাজ করছি। ‘টক্কর’ এমনই একটি চমৎকার নাটক। যা প্রচারের সবে শুরু থেকে দর্শকরা গ্রহণ করছেন। বিনোদন, বাস্তবতা ও নিজেদের আপন গল্পের নাটক হিসেবে টক্কর নাটকটি নিয়মিত দেখছেন বাংলা টিভির পর্দায়। ‘টক্কর’ নাটকটির গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হয়েছে। দর্শক চাহিদা অনুযায়ী পরবর্তীতে ‘টক্কর’ আরও দীর্ঘ করা হবে বলে জানা গেছে।
×