ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ জিজ্ঞাসা’য় কোটি টাকার পুরস্কার

প্রকাশিত: ০৪:০২, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 ‘বাংলাদেশ জিজ্ঞাসা’য় কোটি টাকার পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ আমরা কে, কী, কখন, কোথায়, কেন, কিভাবে আছি এসব প্রশ্ন আর তার উত্তর নিয়ে ইনডিপেনডেন্ট টিভিতে শুরু হচ্ছে কুইজ শো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’। এতে বাংলাদেশের সাতচল্লিশ বছরে অর্জন, সাফল্য, ব্যর্থতা সবকিছু নিয়ে এ কুইজ শো’টি পরিচালিত হবে। আসছে ১২ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং কুইজ শো চ্যাম্পিয়ন পাবেন এক কোটি টাকা পুরস্কার। কমপক্ষে ১৮ বছর বয়সী বাংলাদেশী যে কোন নাগরিক অনলাইনে নিবন্ধন করে শো’তে অংশ নিতে পারবেন। ১৯ সেপ্টেম্বর নিবন্ধন শুরু হয়েছে। শেষ হবে ২৭ সেপ্টেম্বর রাত ১০টায়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুইজ শো’র বিস্তারিত তুলে ধরেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও এ্যান্ড এডিটর-ইন-চীফ এম শামসুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার। এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দিন।
×