ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কলেজ থিয়েটারের নাট্য কর্মশালা

প্রকাশিত: ০৪:০২, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 বগুড়ায় কলেজ থিয়েটারের  নাট্য কর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন বগুড়া কলেজ থিয়েটারের আয়োজনে তিনদিনব্যাপী নাট্যকর্মশালার সমাপনী অনুষ্ঠান বগুড়া জেলা পরিষদের শিশু একাডেমি ফ্লোরে অনুষ্ঠিত হয়। বগুড়া থিয়েটার, ভোর হলো ও লিটল থিয়েটার এই কর্মশালায় সহযোগিতা করে। কর্মশালার শেষদিন শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহম্মেদ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বগুড়া থিয়েটারের সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নান্দনিক নাট্যদলের খলিলুর রহমান চৌধুরী প্রমুখ। তিনদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বগুড়া থিয়েটারের সহসভাপতি দীন মোহাম্মদ দীনু, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির রহমান, নাট্যকর্মী জিএম জিহন, আমজাদ হোসেন শোভন প্রমুখ। কর্মশালার আহ্বায়ক ছিলেন কলেজ থিয়েটারের নাট্যকর্মী রবিউল করিম ও সদস্য সচিব হিসেবে ছিলেন রাসেল মিয়া জাদু। নাট্যকর্মশালার প্রথমদিনের এই আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উক্ত নাট্য কর্মশালার প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গনি।
×