ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০৪:৩০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

  ডিজিটাল নিরাপত্তা  আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য ॥ মোস্তাফা জব্বার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ সেপ্টেম্বর ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের মৌলিক কিংবা নাগরিক অধিকার হরণের আইন নয়, এ আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য- যা সকল নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রবিবার দুপুরে আশুলিয়ার পুকুরপাড়ে বেসরকারী মোবাইল ফোন কোম্পানি সিম্ফনি’র নব-নির্মিত মোবাইল ফোন কারখানার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার সাংবাদিকদের এ আইনের আওতায় আনেনি। কেউ যদি ক্ষুব্ধ হয়, আদালতে গিয়ে আপনার (সাংবাদিক) বিরুদ্ধে মামলা করে, আদালত এর মোকাবেলা করবে। এ ধারা নিয়ে সাংবাদিকদের কেন এত ভয়? তার মানে কি- সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না? তিনি আরও বলেন, এক সময় আমাদের আমদানির ওপর নির্ভর করতে হলেও আজ আমরা দেশেই পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রফতানি করছি- যা আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
×