ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লাড্ডু বটে...

প্রকাশিত: ০৪:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

   লাড্ডু বটে...

ভারতের হায়দরাবাদে ফিল্ম নগর দৈব সান্নিধানামের গণেশ পূজায় ‘মহাপ্রসাদ’ হিসেবে ৫৮০ কেজি ওজনের একটি লাড্ডু দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেবতা গণেশকে সন্তুষ্ট করতে প্রসাদের আয়োজনে এত বড় লাড্ডু যোগ করা হয়। ধুমধাম, হই-হুল্লোড় আর আলোকবর্তিকার সমাহারে গণেশ পূজায় সবচেয়ে আকর্ষণীয়ভাবে থাকে প্রসাদ। সে উদ্দেশেই ‘মহাপ্রসাদ’ হিসেবে এ মিষ্টান্নটি দেয়া হয়। দেশের দক্ষিণ-পূর্ব রাজ্য অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরি জেলার তপেশ্বরম গ্রামের সুরুচি ফুডস নামে একটি দোকানে এ লাড্ডু তৈরি করা হয়। তিন লাখ রুপী খরচ করে এই লাড্ডু তৈরি করা হয়েছে। পরে এটি পূজার তৃতীয় দিন দেবতার সামনে দেয়া হয়। লাড্ডুটি তৈরি করতে ২২০ কেজি চিনি, ১৪৫ কেজি ঘি, ১৭৫ কেজি ময়দা, ২৫ কেজি কাজু বাদাম, ১৩ কেজি কাঠ বাদাম, তিন কেজি এলাচি ও এক কেজি কাঁচা কর্পূর ব্যবহার করা হয়েছে। -ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×