ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইফোন ১০ এসের চাহিদা শীর্ষে

প্রকাশিত: ০৫:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 আইফোন ১০ এসের চাহিদা শীর্ষে

এবারের লঞ্চ করা আইফোন-১০ এস এবং আইফোন-১০ এস ম্যাক্স-এর চেয়ে প্রযুক্তির বাজারে অনেক বেশি চাহিদা পড়েছে আইফোন ১০ আর-এর। প্রি-অর্ডারের রিপোর্ট অনুযায়ী, এ মডেলটিতে প্রযুক্তিপ্রেমীরা বেশি আগ্রহ দেখাচ্ছেন। যে কারণে ইতোমধ্যেই এর ৫০ শতাংশ অর্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে। লঞ্চ করা দুই সিমের অন্য দু’টি মডেলের চাহিদাও বাজারে কম নয় উল্লেখ করে এ বিষয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এ্যাপলও সবচেয়ে বেশি সেল আশা করছে আইফোন-১০ আর থেকে। শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটি মনে করছে, এবার লঞ্চ করা তিনটি মডেলেই চাহিদা বেড়েছে। অর্ডারের চাপ লেগে গেছে সবগুলোরই। তবে অর্ডারের ধরণ দেখে বলা যায় সবচেয়ে বেশি সেল হবে আইফোন-১০ আর। এছাড়া এ মডেলটি প্রযুক্তির বাজারে ২০১৯ (সেপ্টেম্বর) সিরিজ আসার আগ পর্যন্ত ব্যাপক চাহিদায় থাকবে বলেও জানিয়েছে এ্যাপল। ২৬ অক্টোবর থেকে আইফোন-১০ আর-এর সেল শুরু হবে। এ সময়ের প্রায় ২০ মিলিয়ন ফোন তৈরি করবে এ্যাপেল। -অর্থনৈতিক রিপোর্টার
×