ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অদক্ষ ব্যবস্থাপনায় কাক্সিক্ষত মুনাফা করতে পারছে না আইসিবি

প্রকাশিত: ০৫:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮

  অদক্ষ ব্যবস্থাপনায় কাক্সিক্ষত মুনাফা করতে পারছে না আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে কাক্সিক্ষত মুনাফা করতে পারছে না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবি। প্রতিষ্ঠানটির হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ থেকে আয় হচ্ছে অতি নগণ্য এমনকি তা মূল্যস্ফীতি থেকেও অনেক কম। সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে সরকারের টাকার যথোপযুক্ত ব্যবস্থাপনা হচ্ছে না এসব বিনিয়োগের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও মনে করেন আইসিবির অদক্ষতা রয়েছে, চেষ্টা চলছে শোধরানোর। বিশ্লেষকরা বলছেন, আইসিবির এমন অদক্ষতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, সেই সঙ্গে দেশের জনগণও। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ইনভেস্টমেন্ট অব কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। তবে প্রতিষ্ঠানটির অদক্ষতায় কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারছে না প্রতিষ্ঠানটি। আইসিবির শেয়ার পোর্টফোলিও বিশ্লেষণ করে দেখা গেছে, বছরের পর বছর শত শত কোটি টাকার শেয়ার ধরে বসে আছে প্রতিষ্ঠানটি। যা থেকে বাৎসরিক নিট আয় মূল্যস্ফীতির চেয়েও অনেক কম। এমনই একটি প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো- বিএটিবিসি। প্রতিষ্ঠানটির বাজারে থাকা ৬ কোটি শেয়ারের মধ্যে আইসিবির হাতে রয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশ। যেখানে আইসিবির বিনিয়োগ ১২৩ কোটি টাকার বেশি। অথচ এই পরিমাণ শেয়ার থেকে আইবিসির বার্ষিক লভ্যাংশ পাচ্ছে মাত্র ১ দশমিক ৭৬ শতাংশ। একই অবস্থা আরও বহু কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রেও। অরিয়ন ইনফিউশনের মোট শেয়ারের ১৯ ভাগ ধরে রেখে প্রতিষ্ঠানটির বার্ষিক লভ্যাংশ আয় মাত্র ৩ দশমিক ৪২ শতাংশ। রেনেটার ১১ দশমিক ১৮ ভাগ থেকে ১ দশমকি ৪২ শতাংশ; ওয়াটা কেমিক্যালসের সাড়ে ২৯ ভাগ শেয়ার শূন্য দশমিক ৬২ শতাংশ গোল্ডেন হার্ভেস্টের ২৩ ভাগ থেকে শূন্য শতাংশ হারে মুনাফা পাচ্ছে। যাকে অদক্ষতার চূড়ান্ত রূপ বলছেন বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে চিন্তিত আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। তিনিও মনে করেন, এসব শেয়ার ধরে রাখার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আইসিবি। তবে দক্ষ লোকবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করার চেষ্টা করছেন তারা।
×